নরসিংদীতে করোনা উপসর্গে মৃত্যুবরণকারীর স্বজনরা পালিয়েছে

0
169
728×90 Banner

হলধর দাস,নরসিংদী থেকে : নরসিংদী সদর হাসপাতালে মাথা ব্যাথা ও শ্বাসকস্ট জনিত করোনা উপসর্গ নিয়ে গত ২৮ মে দুপুরে ভর্তি হন এক সন্তানের জননী ফেরদৌসি বেগম(২৭)নামের এক গৃহবধূ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই রাত আনুমানিক ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত ফেরদৌসি বেগমের বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুরের সলিম গঞ্জে আর স্বামী মালদ্বীপ প্রবাসী আল-আমীনের বাড়ি একই উপজেলার খাল্লা গ্রামে । নরসিংদী সদরের শালিধায় স্কুল পড়ুয়া শিশু পুত্র নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন।
ফেরদৌসির মৃত্যুর পর করোনার ভয়ে তাঁর স্বামীর বাড়ির আত্মীয় স্বজন এবং বাবার বাড়ির আত্মীয় স্বজন মরদেহ বুঝে নিচি্ছল না। খবর পেয়ে নরসিংদীর পুলিশ সুপার শ্রী প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম এর নির্দেশে হাসপাতাল থেকে লাশ দাফন করার জন্য গ্রহণ করেন নরসিংদী মহেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান ।
তিনি জানান, পুলিশ সুপার মহোদয়ের পরামর্শ মোতাবেক অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে আজ ২৯ মে পৌনে ২টার দিনে নরসিংদী পৌর কবর স্থানে ফেরদৌসি বেগমের লাশ যথা নিয়মে দাফন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here