
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী পৌর এলাকায় সোমবার(১১জানুয়ারি) ভোরে নাইমুল হাসান (২৫) নামে এক যুবক ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয়েছে। নিহত যুবক একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করতেন এবং সে নরসিংদী শহরের ভেলানগর এলাকায় বসবাস করতো ।
পুলিশ জানায়, সোমবার ভোরে চট্টগ্রাম মেইল ট্রেনে তার এক আত্মীয়কে তুলে দিয়ে বাসায় ফেরার পথে ভেলানগরের চিনিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পৌছলে ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে পর পর কয়েকটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন এবং ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব দত্ত চৌধুরী জানান, নিহত নাইমুল হাসানের সংগে থাকা পরিচয়পত্র থেকে তার বাড়ি নাটোর বলে জানা গেছে। এব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
