নরসিংদীতে জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ এর শুভ উদ্বোধন

0
183
728×90 Banner

হলধর দাস : নরসিংদীতে জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি’২০২২) বিকেলে নরসিংদী সদর উপজেলা মোড়স্থ কৃষি ব্যাংক সংলগ্ন ৩য় তলা ভবনে “নরসিংদী জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ”- এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম।
নরসিংদী জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব এডঃ নজরুল ইসলাম রিপন এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক এর নরসিংদীস্থ মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মাহমুদুল আলম চৌধুরী, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সম্পাদক যথাক্রমে এড. নাজমুল কাদের ও এড. বশীরুল কাদের, নরসিংদী জেলা সমবায় কর্মকর্তা সালমান ইকবাল,সদর উপজেলা সমবায় কর্মকর্তা সাহাদাত হোসেন পাবেল, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহ্, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শহীদুল্লাহ খোন্দকার প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমি আশাবাদী যে এই ব্যাক সাধারণ মানুষের সেবাদানে যথেষ্ঠ কার্যকর ভূমিকা পালন করবে। ব্যাংকের সকল নীতি মেনে আপনারা কার্যক্রম প্রতিপালন করবেন, আমরাও সার্বিক সহযোগিতা করবো। আমি এর সাফল্য কামনা করি। শেষে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মনিরুল ইসলাম।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here