নরসিংদীতে প্রেসক্লাবে সাংবাদিকদের কলম বিরতি

0
186
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস: প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ও নরসিংদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক প্রীতিরঞ্জন সাহার উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ২২ ডিসেম্বর রবিবার নরসিংদী প্রেসক্লাবে সাংবাদিকগণ রোববার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী কলম বিরতি কর্মসূচী পালন করেছেন। কর্মসূচীতে সাংবাদিকরা প্রীতিরঞ্জন সাহার উপর সশস্ত্র হামলাকারীদের গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ জানিয়েছেন, ২৩ ডিসেম্বর সোমবার বেলা ১২ টা থেকে ১টা পর্যন্ত প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচী পালন করবে। এতে নরসিংদী, রায়পুরা, শিবপুর, মনোহরদী, বেলাব, পলাশ এবং মাধবদী প্রেসক্লাবের সাংবাদিকসহ জেলাসর্বস্তরের সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত থাকবেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, সিনিয়র সহ-সভাপতি একে ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, এম এ আউয়াল, সহ-সাধারণ সম্পাদক হামিদুল হক আহাদ, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মনজিল এ মিল্লাত, মাহবুব আলম, সাংবাদিক যথাক্রমে জয়নুল আবেদীন, মো: জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন, সঞ্জিত সাহা, সুমন বর্মন, মোঃ কামরুল হাসান সোহেল,শাহিন মিয়া প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here