নরসিংদীতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

0
121
728×90 Banner

হলধর দাস : করোনা মোকাবেলায় “মানবিক পুলিশের চোখে, জনতার আকাঙ্খা লেখা থাকে” এবং “বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগান সামনে জেলা পুলিশ সামাজিক নিরাপত্তার পাশাপাশি সকলকে টিকাদান নিশ্চিতকরণ মডেল বিট পুলিশিং কার্যক্রম চালিয়েছে নরসিংদী জেলা পুলিশ । করোনা সচেতনতামূলক ক্যাম্পেইন ও বিট পুলিশিং স্টিকার লাগানোর শুভ উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন।
শুক্রবার (১৬জুলাই)সকাল ১১টায় ইউএমসি মিল গেইট প্রাঙ্গনে নরসিংদী সদর মডেল থানা বিট নং৩( নরসিংদী পৌরসভার ৭,৮ ও ৯নং ওয়ার্ড) এবং দুপুর ১২টায় মাধবদী থানার মডেল বিট নং ৭ তথা মেহের পাড়া ইউনিয়ন এলাকায় মডেল বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
তিনি সকালে শহরের নাগরিয়াকান্দি ইউএমসি জুটমিল এলাকায় সাতটি মহল্লা নিয়ে গঠিত ৩নং বিট পুলিশের উদ্যোগে মডেল বিট পুলিশের ফোন নাম্বর সম্বলিত স্টিকার সাটিয়ে আইনশৃঙ্খলা রক্ষা ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা শুরু করেন। জনসেবা সহজ করতে প্রতিটি বাড়ির সামনে পুলিশের ফোন নাম্বার সম্বলিত এই স্টিকার লাগানো হবে বলে জানায় পুলিশ সুপার।
করোনা মহামারির সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ভ্যাকসিন নেয়ার আহবান জানানো হয় এবং ভ্যাকসিন সংক্রান্ত অপপ্রচার থেকে সচেতন থাকার অনুরোধ করা হয়।
অনুষ্ঠানে করোনা সংক্রান্ত সচেতনতা, কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান এবং ভ্যাকসিনের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়াবলী সম্পর্কে আলোকপাত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নরসিংদীর সিভিল সার্জন ডাঃ মো. নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) ইনামুল হক সাগর, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ড. মশিউর রহমান মৃধা প্রমুখ।
এরপর বেলা ১২টায় মাধবদী থানা এলাকায় মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অপর মডেল বিট পুলিশিং কার্যক্রম সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির ভাষণে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন,আমরা আজ করোনা মোকাবিলায় ক্রান্তি অতিক্রম করছি। জীবন জীবীকার সমন্বয় করতে গিয়ে আমরা বার বার স্বাস্থ্য ঝুকির মধ্যে পড়ছি। আমরা নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছি। শুধু জননিরাপত্তা নয়,এর পাশাপাশি আমরা সাধারণ মানুষের জীবন রক্ষার জন্যও আপনাদের পাশে আছি। জীবন রক্ষায় সকলকে টিকার আওতায় আসতে হবে। আসুন সবাই রেজিস্ট্রেশন করি এবং নির্ধারিত তারিখে টিকা গ্রহন করি।
তিনি বলেন, শুধু টিকা আর জন নিরাপত্তা নয় জনগণের সেবায় পুলিশ এখন সকল কাজের সহযোগিতায় সাধারণ মানুষের পাশে থাকবে সদা সর্বদা।
মাধবদী থানা বিট পুলিশিং কমিটির সভাপতি আলহাজ¦ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) এনামুল হক সাগর ,স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুল হাসান, মাধবদী প্রেসক্লাবের সভাপতি ভিপি জসীম উদ্দিন ভূঞা, সাধারণ সম্পাদক হোসেন আলী, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান,আলহাজ¦ বুল বুল হোসেন,ব্রাদার্স ডাইং এর এমডি আলহাজ¦ আইয়ুব আলী প্রমুখ।
সভায় নরসিংদী জেলায় প্রতিটি বিটের মাধ্যমে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশ কাজ যাচ্ছে উল্লেখ করে মানুষের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বতোভাবে বাংলাদেশ পুলিশ জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এছাড়া, সভায় করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে নিজ ও পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানানো হয়।
অনুষ্ঠান দু’টিতে স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশ ফোরামের সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিকবৃন্দ, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here