নরসিংদীতে মানবাধিকার দিবস পালন

0
226
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : নরসিংদীতে মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর আলী ভূঞা, নরসিংদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হাসান, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহজাহান মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ প্রমুখ।
মানবাধিকার দিবসে র‌্যালী এবং আলোচনা সভায় অংশ গ্রহণ করেন জেলা প্রশাসন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নরসিংদী জেলা শাখা সহ বিভিন্ন এনজিও এর প্রতিনিধিবৃন্দ ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দা ফারহানা কাউনাইস, ২০১১ সালের ১৮ ডিসেম্বর সৌদি আরবে বাংলাদেশী নাগরিক নরসিংদী সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়নের বতুয়াদী গ্রামের মোঃ হযরত আলী নিহতের ঘটনায় বান্ডমানি বাবদ মোট ১৫ লক্ষ ৮৬ হাজার ৫৮৫ টাকার চেক নিহতের পিতা মোঃ আজগর আলীর হাতে তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিক সাহা।
এর আগে নরসিংদী সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here