Daily Gazipur Online

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

হলধর দাস ,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-১৪২৫ বঙ্গাব্দ/২০১৯ খ্রি. উদ্যাপন করা হয়েছে। এব্যাপারে নরসিংদী জেলা প্রশাসন, নরসিংদী পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , বাংলাদেশ আওয়ামীলীগ, নরসিংদী জেলা শাখা ও তার সহযোগী সংগঠন,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ভিন্ন ভিন্ন কর্মসূচী গ্রহণ করে। বৃহস্পতিবার দিবসের প্রথম প্রহরে মধ্যরাতে নরসিংদী স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারে প্রদীপ প্রজ¦লন এবং দিবসের প্রথম প্রহরে ১২টা ১মিনিটে শহীদদের প্রতি শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। একই সময়ে নরসিংদী সরকারি কলেজ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে দিবসের সূচনা করেন নরসিংদী সদরের এমপি লে.কর্নেল(অব:) মোঃ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক। সাটিরপাড়া এলাকায় স্থাপিত পৌর শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে দিবসের সূচনা করেন নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল। ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী প্রভাত ফেরি করে নরসিংদী স্টেডিয়াম সংলগ্ন চত্বরে স্থাপিত শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাতের নেতৃত্বে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ অংশগ্রহণ করে। রাত ১২টা ১মিনিটে স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারে জেলা প্রশাসনের পর পর্যায়ক্রমে পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম-পিপিএম ও অন্যান্য কর্মকর্তাগণ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে জেলা একাত্তর ফোরামের আহবায়ক আব্দুল মোতালিব পাঠান ও অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, সিভিল সার্জন ডা. হেলাল উদ্দিন ও অন্যান্য চিকিৎসকবৃন্দ, সুজন সুশাসনের জন্য নাগরিক এর পক্ষে জেলা সম্পাদক হলধর দাস,নরসিংদী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,স্থানীয় দৈনিক খোঁজ খবর পত্রিকার সম্পাদক মনজিল-এ-মিল্লাত, আইডিয়াল হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় দৈনিক গ্রামীণ দর্পণ সম্পাদক আনোয়ার কামাল সহ বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ,সিভিল সার্জন ডা. হেলাল উদ্দিন,জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, নরসিংদী আইডিয়াল হাই স্কুল, সদর ইউএনও, জেলা আইনজীবী সমিতি, এপেক্স ক্লাব অব ভৈরব-নরসিংদী,নরসিংদী কালেক্টরেট কর্মচারী সমিতি, নরসিংদী জেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ বিএনপি,ন্যাপ, ঐক্য ন্যাপ, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা,আওয়ামী মটর চালক সমিতি, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সহ দুই শতাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন এ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নরসিংদী সরকারী কলেজ শহীদ মিনারে অন্যান্যের মধ্যে কলেজের অধ্যক্ষ,কলেজ শিক্ষক পরিষদ,ছাত্র সংসদ,ছাত্রলীগ,ছাত্র দল সহ বিভিন্ন সামাাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসের শুরুতে ভাষা শহীদের প্রতি পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। নরসিংদী পৌরসভা কর্তৃক সাটিরপাড়ায় প্রতিষ্ঠিত পৌর শহীদ মিনারে অন্যান্যের মধ্যে উদীচি শিল্পীগোষ্ঠী, জেলা ও সদর শাখা শিক্ষক সমিতি,জেলা আওয়ামীলীগ,শহর আওয়ামীলীগ,জেলা ছাত্রলীগ,শহর ছাত্রলীগ,যুবলীগ প্রমুখ সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিবসের প্রথম প্রহরে এবং প্রভাতে নরসিংদী সরকারি মহিলা কলেজ শহীদ মিনারে কলেজের অধ্যক্ষ,শিক্ষক পরিষদ ও শিক্ষার্থীসহ বিভিন্ন বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ পুস্পার্ঘ অর্পণ কওে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
২১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি(নতুন ভবন)মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনার শুরুতে প্রদীপ প্রজ¦লন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন, নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম-পিপিএম,নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তাফা মিয়া, কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা ও সেক্টর কমান্ডার ফোরাম নরসিংদী জেলা শাখার আহবায়ক আব্দুুল মোতালিব পাঠান। বিশিষ্ট উপস্থাপক মোতাহার হোসেন অনিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল। সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা চলাকালীন জেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন অধ্যক্ষ শ্রী প্রমোদ রঞ্জন দাসের মৃত্যু সংবাদ শুনে নরসিংদীর জনবান্ধব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা শিল্পকলা একাডেমির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন গভীর শোক প্রকাশ করে প্রয়াত প্রমোদ রঞ্জন দাস এর আত্মার শান্তি কামনায় এবং বুধবার ঢাকার চকবাজারে অগ্নিকান্ডে নিহতদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করেন। শোক প্রকাশে শরীক হন মিলানায়তন পরিপূর্ণ দর্শক শ্রোতা সহ আগত অতিথিবৃন্দ। উল্লেখ্য, মহান শহীদ দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে ২৩ ফেব্রুয়ারি থেকে ৭দিন ব্যাপী বই মেলাল আয়োজন করে জেলা প্রশাসন।
পৌরসভা শহীদ মিনার প্রাঙ্গনে বই মেলার উদ্বোধন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিকেলে নরসিংদী পৌরসভা কর্তৃক সাটিরপাড়ায় প্রতিষ্ঠিত পৌর শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সূর্য্যকান্ত দাস। নরসিংদী পৌরসভার মেয়র শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে এবং শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে নরসিংদী জেলা পরিষদের নির্বাাচিত চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন ভুইয়া,অধ্যাপক নূরজাহান বেগম,ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য শিক্ষক নেতা বাবু রঞ্জিত কুমার সাহা,অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী,শিকর সন্ধানী লেখক সরকার আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ মিনার প্রাঙ্গনে ৮দিন ব্যাপী বই মেলার উদ্বোধন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নেতা তপন কুমার আচার্য্য।
বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয় ঃ
২১ ফেব্রুয়ারি সকালে রায়পুরার আমীরগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। প্রধান শিক্ষক মো: জয়নাল আবেদীনের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষকবৃন্দ,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,প্রাক্তন সদস্যবৃন্দ, শিক্ষার্থী শাকিল আহম্মেদ ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। পরে শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপনঃ
২১ ফেব্রুয়ারি সকালে ঐতিহ্যবাহী নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন ও বরেণ্য বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য ও জাতীয় শিক্ষক নেতা বাবু রঞ্জিত কুমার সাহা।
যাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় তাঁরা হলেন- বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিরুল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ অহিদ মিয়া। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও জাতীয় শিক্ষক নেতা বাবু রঞ্জিত কুমার সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঞা মোহাম্মদ মঞ্জুর আহমেদ। উদ্বোধন করেন প্রধান শিক্ষক সামছুল আলম।