
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটুকে সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার সকালে টাঙ্গাইলের নাগরপুর নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অঙ্গনে উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধনা কমিটির আহবায়ক অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিয়াজ উদ্দিন তালুকদার, অ্যাড. মূলতান উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক (অবঃ) আহসান উদ্দিন মিয়া, অধ্যক্ষ মিনজুর রহমান, মো. আলমাছ উদ্দিন, মো. ফরহাদ হোসেন, মো. আনোয়ার হোসেন প্রমূখ।
