Daily Gazipur Online

নাঙ্গলকোটে তরুণীকে গণধর্ষণের পর হত্যা!

মোঃরফিকুল ইসলাম মিঠু: কুমিল্লার নাঙ্গলকোটের মান্দ্রা গ্রামে রাবেয়া আক্তার (২০) নামে এক তরুণীকে গণধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার ওই গ্রামের পূর্ব পাড়ার আলী মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়াা আক্তার বিপলা, ওই গ্রামের আলী মিয়ার মেয়ে।
জানা যায় ,ঘটনার দিন রাতের কোন এক সময় বাড়ীতে মা বাবা না থাকার সুবাধে ঘরে ঢুকে ওই তরুণীকে গণধর্ষণ করে গলাটিপে হত্যা করে।
নিহতের মা জাহানারা বেগম বলেন, রোববার বেলা ১১ টার দিকে আমি মান্দ্রা বাজার থেকে এসে আমার মাকে মেয়ের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন , তিনজন লোক এসেছিল তাদের সাথে কথা বলতেছে দেখেছি । পরে আমি ঘরে গিয়ে দেখি আমার মেয়ের নিথর দেহ মাটিতে পড়ে আছে। ওই গ্রামের আবুল কালাম রিপন ও তার ভাই লিটনের সাথে তাদের বিরোধ চলছে। তারা বিভিন্ন সময় তার মেয়েকে হত্যা করার হুমকিও দিয়ে আসছেন। এ ঘটনা তারা করতে পারে বলে তিনি অভিযোগ করেন।
নাঙ্গলকোট থানার ওসি মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।