ডেইলি গাজীপুর প্রতিবেদক :র্যাব-৫ কর্তৃক নাটোরের লালপুর এলাকা হতে “ইমো হ্যাকিং’’ করে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ১৬ জন ইমো হ্যাকারকে আটক করে।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৫ মে ২০২১ ইং তারিখ ১৯.০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিক্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন মোহরকয়া গ্রামে অভিযান পরিচালনা করে (ক) ল্যাপটপ ০১ টি, (খ) মোবাইল -০৬ টি, (গ) সিমকার্ড-১১ টি (ঘ) রাউটার-০২ টি সহ আসামী ১। মোঃ পাপ্পু আলী (১৯), ২। মোঃ আজিম আলী @ স¤্রাট (১৯), ৩। মোঃ অন্তর উদ্দিন @ বিল্লু (১৮), ৪। মোঃ স্বাধীন (১৮), ৫। মোঃ সজীব আলী (১৮), সর্ব থানা- লালপুর, জেলা-নাটোরদেরকে আটক করে। পরবর্তীতে উক্ত আসামীদের দেয়া তথ্যমতে পৃথক একটি অভিযানে নাটোর জেলার লালপুর থানাধীন মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে (ক) ট্যাবলেট কম্পিউটার-০১ টি, (খ) সিমকার্ডসহ মোবাইল-২১ টি, (গ) গ্যাসলাইট-০৬ টি, (ঘ) এ্যালুমনিয়াম ফয়েল পেপার-২ টি রোলার, (ঙ) নগদ টাকা ১২০০/- সহ আসামী ১। মোঃ ফরিদ উদ্দিন (২৫), ২। মোঃ রবিউল ইসলাম (২২), ৩। মোঃ মোহন সরকার (২২), ৪। মোঃ শাহপরান সরকার (২০), ৫। মোঃ আশিকুর রহমান বিন্টু (২২), ৬। মোঃ মহিন (২১), ৭। মোঃ শাহাবুল ইসলাম (৩৫), ৮। মোঃ রুবেল হোসেন (২৬), ৯। মোঃ আলম হোসেন (৩৭), ১০। মোঃ সিরাজুল ইসলাম (৩০), ১১। মোঃ নাজিম আলী (৩০), সর্ব থানা- লালপুর, জেলা- নাটোরদেরকে আটক করে। গ্রেফতারকৃত সর্বমোট ১৬ জন আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সাভির্সের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়।
উল্লেখ্য যে, মধ্যপ্রাচ্য প্রবাসীদের মধ্যে বেশিরভাগই দেশে তাদের স্বজনদের সাথে যোগাযোগ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো অ্যাপ ব্যাবহার করে থাকেন। এরই সুযোগে কিছু সংঘবদ্ধ হ্যাকার পার্টির সদস্যরা প্রবাসীদের এই ইমো অ্যাপের এক্যাউন্ট হ্যাক করে বিপুল পরিমান অর্থ প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে। ডিজিটাল প্লাটফর্মে ইউরোপ বা অন্যান্য অঞ্চলের প্রবাসীদের চাইতে তুলনামূলক কম সচেতন হওয়ায় মধ্যপ্রাচ্যের প্রবাসীরাই এই কাজে মূল টার্গেট হয় বলে জানা যায়। র্যাব তদন্ত শুরু করলে দেখা যায় এই হ্যাকিং প্রক্রিয়া মূলত তিনটি ধাপে সম্পন্ন হয়ে আসছে।
প্রথম ধাপে হ্যাকাররা বিভিন্নভাবে মধ্যপ্রাচ্য প্রবাসীদের মোবাইল ও ইমো নম্বর সংগ্রহ করে তাদেরকে ইমোর বিভিন্ন গ্রুপে যুক্ত করে। এরপর তাদের ফোনে সার্বক্ষনিক অনাকাঙ্খিত ম্যাসেজের মাধ্যমে বিরক্ত করতে থাকে। পরবর্তীতে তাদের সাথে ছদ্মনাম দিয়ে ইমোতে ম্যাসেজ করে এবং এই অনাকাঙ্খিত ম্যাসেজের সমস্যা সমাধানের জন্য আশ্বাস দেয়।
দ্বিতীয় ধাপে প্রবাসীদের কাছে থাকা মোবাইলে হ্যাকাররা একটি OTP (One Time Password) পাঠায় ও সমস্যা সমাধানের আশ্বাসে তাদের কাছ থেকে সেই কোড জানতে চায় এবং এই কোড জানার মাধ্যমে মূলত তারা ওই প্রবাসীর ইমো আইডি ক্লোন করে নিয়ে থাকে। এরই মাধ্যমে হ্যাকাররা ওই প্রবাসী দেশে থাকা স্বজনদের ইমো নাম্বার পায় ও সরাসরি তার নিজের নম্বর ব্যাবহার করে ম্যাসেজ করার সুযোগ পায়।
তৃতীয় ধাপে ওই নম্বর ব্যবহার করে প্রবাসীদের স্বজনদের কাছে বিভিন্ন সমস্যার কথা বলে জরুরী ভিত্তিতে বিকাশে টাকা পাঠাতে বলে। এই পদ্ধতিতে হ্যাকাররা নিজেদের পার্সোনাল বিকাশ একাউন্টে টাকা গ্রহণ করে সেই আইডি সাথে সাথে বন্ধ করে দেয়। প্রবাসীরা দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করায় এই প্রতারণার বিরুদ্ধে কোন আইনি ব্যাবস্থা নিতেও পারেন না।
গ্রেফতারকৃত ১৬ জন ইমো হ্যাকারদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এ মামলা রুজু করা হয়েছে।
উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।