

সালাহ উদ্দিন, লালপুর (নাটোর) : নাটোর-১(লালপুর -বাগাতিপাড়া) আসনে ভোট প্রার্থনায় নজর কাড়ছে স্বতন্ত্র (ঈগল) প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ এর পুত্র বধু রিফা নানজিবা।
প্রার্থীর পুত্র বধু এক ঝাক নতুন প্রজন্মের ভোটারদের নিয়ে মোড়ে মোড়ে হ্যান্ড মাইকে ও ঈগল প্রতীকের হ্যান্ডবিল নারী-পুরুষের হাতে দিয়ে ভোট প্রার্থনা করছে। ভোটারা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে তার সাথে সেলফি ও ছবি তুলে মোবাইলে আপলোড করলে তা মুহুর্তে ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এমন চিত্র দেখা গেছে উপজেলার দুড়দুড়িয়া ,পানসিপাড়া, নওপাড়া, রামকৃষ্ণপুর, ভেল্লাবাড়ীয়া, আড়বাব সহ লালপুর -বাগাতিপাড়ার সকল জায়গায় সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচার চালাতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন নাটোর -১ আসনের ঈগল প্রতীক এর স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ এর পুত্র বধু রিফা নানজিবা, থানা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আনিছুর রহমান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান মিল্টন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম রানা, হিমেল আহমেদ প্রমূখ।
তবে স্থানীয়রা জানান, এ আসনে মুল লড়াইটা হবে স্বতন্ত্র প্রার্থীর ঈগল এবং আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর মধ্যে।
