Daily Gazipur Online

নারায়ণগঞ্জে ২৫৪০ পিস বিদেশী সিগারেটসহ গ্রেফতার-২

এস, এম, মনির হোসেন জীবন – রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৪০ পিস বিদেশী সিগারেটসহ কালোবাজারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিওিতে র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল সোমবার দুপুর সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ জেলার সদর থানার ডিআইটি রোডের গুলশান সিনেমা হল এলাকায় একটি অভিযান চালায়। অভিযানকালে র‌্যাব সদস্যরা দুই হাজার পাঁচশত চল্লিশ পিস বিদেশী সিগারেটসহ সিগারেট কালোবাজারী চক্রের ২ সদস্যকে হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হচেছ- মোঃ মিলন (৪২) ও মোঃ রুহুল আমিন (৩০) বলে জানা যায়।
এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন ও নগদ- ছয় হাজার পাঁচশত ত্রিশ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার সিগারেট কালোবাজারী চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন যাবত অবৈধভাবে দেশী ও বিদেশী বিভিন্ন ব্রান্ডের সিগারেট কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে মজুদ ও বিক্রয় করে আসছিল।
এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামীদের থানায় সোপর্দ করা হয়েছে।