নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছেন সালমান

0
175
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: একের পর এক নিজের রেকর্ড ভেঙে চলেছেন সালমান খান। তবে তার এবারের রেকর্ড আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেল। মুক্তির প্রথম দিনেই সালমান খানের নতুন ছবি ‘ভারত’ আয় করেছে ৪২.৩০ কোটি রুপি। ২০১৯ সালে বাণিজ্যিক দিক থেকে সালমান-ক্যাটরিনা জুটির ‘ভারত’ এখন পর্যন্ত সেরা ছবি। ঈদের দিন মুক্তি পেয়েছে ছবিটি। বুধবার ঈদুল ফিতরের দিন সারাদেশে ছবিটি ৪ হাজার ৭০০টি হলে মুক্তি পায়। এই মুহূর্তে ‘ভারত’ চলতি বছরের হায়েস্ট রেটেড মুভির তালিকায় ‘কলঙ্ক’, ‘কেশরী’, ‘গাল্লি বয়’ আর ‘টোটাল ধামাল’কে পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছে।
ছবি মুক্তির পর নিজের রেকর্ড নিজে ভেঙে উল্লসিত সালমান খান।
তাই টুইট করে তিনি ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। সিনেমা বিশ্লেষক তরণ আদর্শের কথায়, একের পর এক নিজেই নিজের রেকর্ড ভাঙছেন সালমান। ‘ভারত’ এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন ‘প্রেম রতন ধন পায়ো’কে দ্বিতীয় হিট ছবি বানিয়ে দিল। সুরজ বরজাতিয়ার ওই ছবিটি প্রথম দিনে রোজগার করেছিল ৪০ কোটি রুপি। তালিকায় তৃতীয় ‘সুলতান’। এই ছবির কালেকশন ৩৬.৫৪ কোটি রুপি। এর আগে মুক্তির প্রথম দিনে সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ (৩৪.১০ কোটি), ‘সুলতান’ (৩৬.৫৪ কোটি) রুপি আয় করে।
ঈদের দিন ব্যবসাসফল সালমানের অন্য ছবির তালিকায় রয়েছে ‘রেস থ্রি’, ‘বজরঙ্গী ভাইজান’, ‘কিক’ ও ‘বডিগার্ড’। দক্ষিণ কোরিয়ার ছবি ‘অড টু মাই ফাদার’ এর হিন্দি রিমেক ‘ভারত’। তবে ছবিটির পরিচালক আলী আব্বাস জাফর বলেছেন, রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’ সিনেমা থেকে অনুপ্রাণিত ‘ভারত’। ভারতীয়-রাশিয়ান সার্কাসের বিষয়টি মাথায় রেখেই তৈরি হয়েছে ছবিটি। এই সিনেমায় সালমান খানকে স্টান্টম্যানের ভ‚মিকায় বিভিন্ন বয়সের পাঁচটি লুকে দেখা যাবে। ১৯৬০ সালের প্রেক্ষাপট থেকে বর্তমান পর্যন্ত সময়কালকে ধরা হয়েছে এই ছবিতে। ‘ভারত’ ছবিতে সালমানের নায়িকা ক্যাটরিনা কাইফ। এ ছাড়া আরো আছেন টাবু, জ্যাকি শ্রফ, সুনীল গ্রোভার প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here