

ডেইলি গাজীপুর, সংবাদ বিজ্ঞপ্তি: নিত্যপণ্যের লাগামহীন উর্ধগতি প্রতিবাদে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্যোগে আজ বিকাল ৩ টায় প্রেসক্লাবে সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন হানিফ বাংলাদেশী। সঞ্চালনা করেছেন শেখ নাসির উদ্দীন, বক্তব্য রাখেন ড. মাহবুব হোসেন, ইকবাল আমীন, স্বপন ভুইয়া, শহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম, জামিলা আক্তারসহ ভূমিহীন আন্দোলনের নেতৃবৃন্দ। মানবন্ধন বক্তাগণ বলেন নিত্যপণ্যের লাগামহীন উর্ধগতিতে আমরা দিশেহারা, যেভাবে দ্রবমূল্যের দাম বাড়াছে সেভাবে আমাদের আয় ইনকাম বাড়ছেনা।বক্তাগন বলেন চলমান বাজেট অধিবেশনে ভুমিহীন আন্দোলনের ২১ দফার বাস্তবায়ন চাই, চাল ডাল, তেলসহ বিদ্যুৎ গ্যাস উর্ধগতিরোধ করতে হবে। ভুমিহীন আন্দোলনের সদস্যদের জন্য রেশনিং পদ্ধতি চালু করতে হবে। বেকার যুবকদের জন্য উন্নয়ন প্রকল্পগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মানববন্ধনে ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ ভূমিহীনদের ২১ দফা দাবিতে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছি। কিন্তু সরকার আমাদের দাবির প্রতি কোন তোয়াক্কাই করছে না। আগামী বাজেট অধিবেশনে ভূমিহীনদের ২১ দফার বাস্তবায়নের দাবিতে আমরা সংসদ চলাকালিন সারাদেশে ভূমিহীনদের নিয়ে সংসদ অভিমুখে পদযাত্রা করে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দিবো।
