নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য নিয়ন্ত্রণ ও রমজানের আগেই বিশেষ রেশনিং চালুর দাবি

0
137
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ ইউনাইটেড প্রোগ্রেসিভ এ্যালায়েন্স (বিইউপিএ) এর উদ্যোগে আগামীকাল ৩১ মার্চ ২০২১ বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয় নেতৃবৃন্দ কতিপয় দাবি তুলে ধরেন:
১) নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু।
২) রমজানের আগেই বিশেষ রেশনিং ব্যবস্থা চালু।
৩) ২০ রোজার আগেই শিল্পশ্রমিক বেতন-বোনাস পরিশোধ।
৪) ভাড়াটিয়াদের জন্য বাড়িভাড়া নির্ধারণ করে দেওয়া।
৫) চাল, পাট, সবজি, আলুসহ সকল কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য আইন প্রণয়ন।
৬) সকল কৃষিপণ্যের হিমাগার ও কৃষি ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা।
৭) করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ।
সভায় বাংলাদেশ ইউনাইটেড প্রোগ্রেসিভ এ্যালায়েন্স (বিইউপিএ) ও বাংলাাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান ও জোটের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জোটের সমন্বয়কারী ও কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুম, জোটের ওয়ার্কিং কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী পার্টির চেয়ারম্যান আমান উল্লাহ শিকদার, জোটের ওয়ার্কিং কমিটির সদস্য ও বাংলাদেশ পঞ্চায়েত পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রহিম শেখ, জোটের ওয়ার্কিং কমিটির সদস্য ও বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, জোটের ওয়ার্কিং কমিটির সদস্য ও বাংলাদেশ ন্যায় বিচার পার্টির চেয়ারম্যান মোঃ হোসেন লিটন, জোটের ওয়ার্কিং কমিটির সদস্য ও বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি মোঃ সিরাজ মাস্টার, কৃষক মোর্চার সমন্বয়কারী গোলাম মোস্তফা, ছাত্র মুক্তি আন্দোলনের সাধারণ সম্পাদক রাকিব হোসেন সহ বাংলাদেশ ইউনাইটেড প্রোগ্রেসিভ এ্যালায়েন্স (বিইউপিএ) এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here