
ডেইলি গাজীপুর প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী জামিনে ছাড়া পেয়েছেন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কারাগার থেকে তিনি ছাড়া পান। নিপুন গয়েশ্বর রায়ের পুত্রবধূ।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, কাশিমপুর কারাগার থেকে বিকেল চারটায় তিনি জামিনে ছাড়া পেয়েছেন।
গত বছরের ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা করা হয়। তিনটি মামলাতেই নিপুণ রায়কে আসামি করা হয়েছে। পরদিন ১৫ নভেম্বর রাতে রাজধানীর কাকরাইল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
