
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খানের পক্ষ থেকে নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী শহীদ কাজী। শুক্রবার সালনা এলাকার বাগানবাড়ী সালনা উত্তর, সালনা দক্ষিণ, সালনা বাজার পশ্চিম মন্ত্রীপাড়া, দেশী পাড়ার ৬শ’ গরিব অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নোভেল করোনা ভাইরাস এ কবলিত ঘরে আটকে পড়া গরিব, অসহায় দুস্থ পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ১ কেজি পিয়াজ, ৩ কেজি আলু, ১লিটার তেল, ১ কেজি ডাল, বুট, মুড়ি ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম বিরতিহীনভাবে চলবে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী শহীদ কাজী, গাজীপুর মেট্রো সদর থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ভূঁইয়া, আবুল কালাম আজাদ, হাজী মো: শহীদুল ইসলাম, মেহেদী হাসান, সোহাগ মিয়া, রনি আহমেদ, বেলায়েত হোসেন, আক্রাম হোসেন, হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় আওয়ামীলীগ নেতা হাজী শহীদ কাজী বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ হোম কোয়ারেন্টেনে লকডাউনে আছে। তাদের আয় রোজগার বন্ধ। তাই নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে আমার প্রিয় নেতা এড. আজমত উল্লা খানের পক্ষ থেকে নিম্ন আয়ের ৬শ’ পরিবারের মাঝে বাসায় বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আমি আশা করছি যার যতটুকু সাধ্য আছে সবাই গরিব, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়াবেন। এ কার্যক্রম বিরতিহীনভাবে চলতে থাকবে। সমাজে কেউ না খেয়ে মারা যাবে না।
