নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

0
230
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ মঙ্গলবার, দুপুর ২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) এর উদ্যোগে “সড়ক দুর্ঘটনায় নিহত আদনান তাসিন হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবীতে” মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১১ ফেব্র”য়ারি ২০১৯ সোমবার দুপুর ২টার দিকে কলেজ থেকে বাসার আসার পথে বিমানবন্দর সড়কের শেওড়া বাসষ্ট্যান্ডে জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে রাস্তা পার হওয়ার সময় উত্তর পরিবহনের (ঢাকা মেট্রো-ক-১১৪৫৮৪) বেপরোয়া বাসের ধাক্কায় নিহত হন সেন্ট জোসেফ কলেজের একাদশ শ্রেণিতে পড়–য়া আদনান তাসিন।
আজ আদনান তাসিন হত্যার ১০০ তম দিন অতিবাহিত হতে যাচ্ছে। তবে এখনো তার পরিবার কোন ধরনের বিচার পায়নি। নিহত আদনান তাসিনের বাবা প্রশাসনের বিভিন্ন মহলে স্মরণাপন্ন হওয়ার পরেও এখনো দোষী চালক বা বাস মালিক কেউই আইনের আওতায় আসেনি।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ মধু ও তুহিন ফারাবীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে নিসআ’র পক্ষ থেকে প্রশাসনের উদ্দেশ্যে নিম্নোক্ত দাবী সমূহ তুৃলে ধরেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) এর যুগ্ম আহ্বায়ক নওফেল হাসান। বক্তব্য রাখেন, শহীদ আপন, ইনজামুল হক প্রমুখ।
১. সড়কের তাসিন হত্যার সাথে জড়িত দের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
২. তাসিনের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে/তাসিনের পরিবারের দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।
৩. দ্রুত সময়ের মধ্যে রাজধানীসহ সারাদেশে সড়ক পরিবহন ফ্যাক্টরি শৃঙ্খলা ফিরিয়ে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে হবে।
৪. রাজধানীতে শিক্ষার্থীদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা চালু করতে হবে।
৫. শেওড়া বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজটি আদনান তাহসিনের নাম অনুসারে ‘আদনান ওভার ব্রিজ’ ঘোষণা করতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here