নির্দেশনা অমান্য করে ময়মনসিংহ পিটিআইয়ে চলছে প্রশিক্ষণ

0
171
728×90 Banner

এম এ আজিজ,ময়মনসিংহ : করোনা ভাইরাস আতংকে সকল শিক্ষা প্রতিষ্ঠান, জনসমাগম, সভা, সেমিনারসহ পার্ক, কমিউনিটি সেন্টার বন্ধ ঘোষণা করলেও ময়মনসিংহ পিটিআই-এ (প্রাইমারী প্রশিক্ষণ ইনস্টিটিউট) চলছে প্রশিক্ষণ। গণিত অলিম্পিয়ার্ডের উদ্যোগে এই প্রশিক্ষণ চলে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, গণিত অলিম্পিয়ার্ডের উদ্যাগে ময়মনসিংহ পিটিআই-এ গত ১২ মার্চ থেকে ৮দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে টেইনার হিসাবে ছিলেন, পিটিআইয়ের ইন্সট্্রাক্টর শাহনাজ বেগম গণিত অলিম্পিয়ারের এএসএম নাছিম আকাশ, আবুল কাশেম। প্রশিক্ষণে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার ৩৩ জন প্রাইমারী শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। ১২ মার্চ থেকে চলমান এই প্রশিক্ষণ চলমান অবস্থায় করোনা ভাইরাস আতংকে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, সভা সেমিনার, সমাবেশ, জনসমাগম বন্ধ করে দেয়া হয়। গত ১৬ মার্চ ন্যাপ ময়মনসিংহ এর পক্ষ থেকে এই প্রশিক্ষণও বন্ধ করতে পিটিআই ময়মনসিংহকে পত্র দেয়া হয়। এর পরও পিটিআই কর্তৃপক্ষ এই প্রশিক্ষণ বন্ধ না চলমান রাখে। এ খবরে শুক্রবার সকালে সকালে দুই সাংবাদিক গেলে প্রশিক্ষণের আয়োজকরা থমকে যান।
প্রশিক্ষণের রিসোর্স পারসন গণিত অলিম্পিয়ারের সদস্য এএসএম নাছিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, অধিদপ্তরের উপ-সচিব সোহেল হাসানের মৌখিক নির্দেশনা পেয়ে করোনা ভাইরাস নিয়ে সরকারীভাবে সর্তকতার জারীর পরও চলমান প্রশিক্ষণ চালু রাখি। আজ (শুক্রবার) সনদ বিতরণের মাধ্যমে তা শেষ হবে। এছাড়া পরবর্তী ব্যাচ শুরু না করার নির্দেশনা রয়েছে। পিটিআই ইন্সট্রাক্টর শাহনাজ বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবনা। যা কিছু বলবেন পিটিআই সুপার মোহাম্মদ রকিবুল ইসলাম তালুকদার বলবেন। করোনা ভাইরাস আতংকে গত ১৬ মার্চ থেকে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, সভা, সমাবেশ, জনসমাগম, কমিউনিটি সেন্টার সরকারী নির্দেশনায় বন্ধ করা হলেও ময়মনসিংহ পিটিআইয়ে কিভাবে কার নির্দেশে প্রশিক্ষণ চলছে এ প্রশ্নের জবাবে প্রশাসনের কর্মকর্তারা নানাভাবে এড়িয়ে যান এবং এটি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) এর দায়িত্ব। সরকারী নির্দেশনা অমান্য করে কিভাবে প্রশিক্ষণ চালু আছে এর উত্তর ন্যাপ দিতে পারবে। ন্যাপের ডিডি এডমিন দিলরুবা আহমেদ বলেন, এ ব্যাপারে ডিজি মহোদয়ের সাথে কথা বলুন। ন্যাপের ডিজির সাথে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্ঠা করলেও তিনি ফোন রিসিভ করনেনি। শেষ পর্যায়ে আবারো ডিডি এডমিন শারমীন আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত ১৬ মার্চ পিটিআই বন্ধ করতে পত্র দেয়া হয়েছে। এর পর আর চালু থাকার কথা নয়। এর পরও কিভাবে এই প্রশিক্ষণ চলমান রয়েছে তা কেবল পিটিআই সুপার বলতে পারবেন।
পিটিআই সুপার মোহাম্মদ রকিবুল ইসলাম তালুকদার, সরকারী নির্দেশনায় গত ১৭ মার্চ থেকে পিটিআই বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তীতে গণিত অলিম্পিয়ার্ডের উদ্যোগে কিভাবে এই প্রশিক্ষণ চলছে তা গণিত অলিম্পিয়ার্ড কর্তৃপক্ষই বলতে পারবে বলে এড়িয়ে যান। অতিরিক্ত জেলা ম্যাজিস্্েরট আয়শা হক বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। পিটিআই প্রশিক্ষণ ইনস্টিটিউটে যদি এ ধরণের কোপ প্রশিক্ষণ চলে তা বন্ধ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here