

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন। তার ব্যাখ্যায় ‘সন্তুষ্ট’ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ রবিবার নির্বাচন কমিশন (ইসির) সভা কক্ষে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেন আজমত উল্লা। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপে ব্যাখ্যায় সন্তুষ্ট বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আজমত উল্লা আচরণবিধি ভঙ্গের জন্য দুঃখ প্রকাশ করেছেন। জানিয়েছেন, ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটবে না।
নিজের বিরুদ্ধে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে আজমত উল্লা খান বলেন, ‘নির্বাচনী আচরণবিধি-২০১৬ এর দুটি ধারা উল্লেখ করে আমাকে চিঠি দেওয়া হয়েছে। আমার দ্বারা কোনো আচরণবিধি লঙ্ঘন হয়নি। সর্বশেষ যে চিঠিটি দেওয়া হয়েছে সে বিষয়ে আমি পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেছি। আমি কি আমার নির্বাচনী এলাকার বাইরে কোনো কর্মসূচিতে অংশ নিতে পারব কি না? উনারা আমাকে বলেছেন, নির্বাচনী এলাকার বাইরে এটা করা যাবে। আমি নির্বাচন কমিশনে গিয়ে আমার অবস্থান তুলে ধরেছি।’
এর আগে নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আগে আচরণবিধির লঙ্ঘন করায় ব্যক্তিগতভাবে আজমত উল্লাকে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করতে এক নোটিশ জারি করে নির্বাচন কমিশন। নোটিশে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আচরণবিধি না মানায় গাজীপুর সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খানকে কারণ দর্শাতে বলা হয়। সেই সঙ্গে আচরণবিধি মানা নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিঠি দেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫মে অনুষ্ঠিত হতে যাওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খানের মনোনয়পত্র দাখিলের আগে সভা, মিছিল, শোভাযাত্রা ও শোডাউন নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এর দায়ে তার প্রার্থিতা কেন বাতিল করা হবে না অথবা তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী ৭মে বিকাল ৩টায় নির্বাচন কমিশনে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
এছাড়াও সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পীকার, সরকারের মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধী দলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাদের সমপদমর্যাদার কোন ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি করপোরেশনের মেয়র) হিসেবে যেন দলীয় কার্যক্রম গ্রহণকালে অথবা অন্য কোন কার্যক্রম গ্রহণে আচরণ বিধি মেনে চলেন যেন জন্য পরামর্শ প্রদানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির মহাসচিবকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।
এর পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উল্লিখিত সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি যেন বিভিন্ন কার্যক্রম গ্রহণকালে নির্বাচনী আচরণবিধি মেনে চলেন। এজন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্বাচন কমিশন বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন।
