
ডেইলি গাজীপুর প্রতিবেদক: নেত্রকোনা থেকে অপহৃত কিশোরীকে বুধবার রাতে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার আকলিমার গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা ঘোড়াগাঁও এলাকায়।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বলেন, আকলিমা আকলিমা (১৫), গত ২১ জানুয়ারি নিজ গ্রাম থেকে অপহরণ হন। পরদিন একই জেলার কলমাকান্দা থানার ঘোড়াগাঁও এলাকার মো. শাজাহান মোবাইল ফোনে ভিকটিমের বাবার কাছে তার অপহরণের কথা জানায় এবং মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে। এসময় আকলিমাকে নির্যাতনের তথ্য প্রকাশ করে।
এ ব্যাপারে আইন শৃঙ্খলাবাহিনী কিংবা অন্য কাউকে জানালে তার মেয়েকে হত্যা করবে বলে জানানো হয়। পরে অপহরণকারীরা গাজীপুরের কোনাবাড়ি এলাকায় টাকা নিয়ে যেতে বলে। এ ব্যাপারে বুধবার ভিক্টিমের পরিবার র্যাব-১ কার্যালয়ে অভিযোগ করে।
