
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ ১ম ধাপের নির্বাচনে পাঁচবিবি উপজেলা পরিষদের দলীয় চেয়ানম্যান পদে মনোনয়ন পেলেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না। মনোনয়ন পাওয়ার বিষয়টি মোবাইলে তিনি নিশ্চিত করেন। তিনি উত্তর জনপদের কৃষক নেতা ভাষা সৈনিক মুরহুম মিরশহীদ মন্ডলে পুত্র।
কেন্দ্রীয় আওয়ামীলীগের সিদ্ধান্ত মোতাবেক গত ১লা ফেব্রæয়ারী উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌর সভার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের গোপন ভোটের মাধ্যমে মনিরুল শহীদ মুন্না উপজেলা নির্বাচনের জন্য দলীয় চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন।
উল্লেখ যে, নির্বাচন কমিশনের ঘোষিত ১ম ধাপের তফশিল অনুযায়ী পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১০ই মার্চ অনুষ্ঠিত হবে।
