নড়াইলের ইমন ইউটিউবের ‘সিলভার প্লে বাটন’ সম্মাননা পেলেন!

0
179
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: ইউটিউবে কার্টুন অ্যানিমেশনের মাধ্যমে বাংলা ধাঁধাঁ ও আইকিউ টেষ্টের বিভিন্ন ধরনের মজাদার ভিডিও ভিত্তিক চ্যানেল প্রতিষ্ঠা করে মাত্র এক বছরে ইউটিউব চ্যানেলটি ১ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার অর্জন করায় ইউটিউব থেকে ‘সিলভার প্লে বাটন’ সম্মাননা দেয়া হলো নড়াইলের কালিয়ার রাসেদুজ্জামান ইমন বিশ্বাস নামে এক অজপাড়া গাঁয়ের ছেলেকে । এই সম্মাননায় ব্যাপক উচ্ছ¡াস প্রকাশ করেছেন ২০ বছর বয়সী ওই তরুণ ইউটিউবার ইমন বিশ্বাস। সে নড়াইলের কালিয়া নড়াইলের ছোট কালিয়া গ্রামের ইকরাম বিশ্বাসের ছেলে।
ইমন তার পুরস্কারটি তুলে ধরে জানান, ‘তার ইউটিউব চ্যানেলের নাম “ইমন স্কোয়াড”। গত মার্চের শেষ দিকে তার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ায় তাকে সম্মাননা পুরস্কারটি প্রদান করেছে ইউটিউব। গত ০৮ মে ‘সিলভার প্লে­ বাটন’ পুস্কারটি তার হাতে পৌঁছেছে।’
নড়াইলের কালিয়ার সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজের স্নাতক ১ম বর্ষের ছাত্র ইমন পুরস্কার প্রাপ্তির বিষয়ে অনুভুতি ব্যক্ত করতে গিয়ে আরো বলেন, ‘বাবার টেলিকমের ব্যবসার কারণেই ইন্টারনেটের সঙ্গে তার পরিচয়। ২০১৮ সালের ১৭ এপ্রিল “ইমন স্কোয়াড” নামে একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন। সেখানে কার্টুন অ্যানিমেশনের মাধ্যমে বাংলা ধাঁধাঁ ও আইকিউ টেষ্টের বিভিন্ন ধরনের মজাদার ভিডিও আপলোড করেন। প্রথমে চ্যানেলটিতে তেমন সাড়া না পেলেও চলতি বছর জানুয়ারি থেকে চ্যানেলটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেত শুরু করেছে। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দাড়িয়েছে তিন লাখেরও বেশি। ইউটিউব থেকে বর্তমানে তার মাসিক আয় প্রায় ১২০০-১৫০০ ডলার। লেখাপড়ার পাশাপাশি ইউটিউবকে পার্ট টাইম পেশা হিসেবে নিয়েছেন তিনি।
নড়াইলের কালিয়া উপজেলার ইউএনও মো. নাজমুল হুদা জানান, ‘একজন তরুণের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই। বেকার তরুণ-তরুণীরা যদি তাকে অনুসরণ করে এগিয়ে আসবেন। পাশাপাশি সরকারি বিভিন্ন আইটি প্রশিক্ষণ নিয়ে এ কাজ শুরু করলে আরো অনেকেই সফলতা অর্জন করবেন।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here