Daily Gazipur Online

নড়াইলের হত্যাসহ পাঁচমামলার আসামী গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় হত্যা মামলাসহ পাঁচ মামলার আসামী তুহিন শিকদারকে (৩৮)পুলিশ গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার বেলা ১২টায় নড়াইলের উপজেলার নড়াগাতী থানার মুলখানা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নড়াইলের কলাবাড়ীয়া ইউপির বিলাফর গ্রামের সাবেক সদস্য হাসমত আলী শিকদারের ছেলে। নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে ৮এপ্রিল আজিজুর রহমান ওরফে কটাই শেখকে (৪৫)সন্ধ্যার পূর্বে হত্যা করা হয়। তুহিন শিকদারের বিরুদ্ধে ওই কটাইকে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে। নড়াইলের নড়াগাতী থানা পুলিশ তাকে বুধবার দুপুরেই আদালতে প্রেরণ করে দিয়েছেন।