নড়াইলে এলজিইডির সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি

0
176
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে এলজিইডির সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন ২২জন এলাকাবাসী। এলজিইডির সড়ক সংস্কারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অবস্থা বেগতিক দেখে ঠিকাদারসহ তার লোকজন গা ঢাকা দিয়েছেন।
অভিযোগে জানা যায়, প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে এলজিইডির সড়ক সংস্কারে নড়াইলের লাহুড়িয়া ইউনিয়নের তেলিগাতি মোড় হতে কামারগ্রাম বটতলা সড়কের ১ হাজার ৯৭৫ মিটার কার্পেটিংয়ের কাজে নানা অনিয়ম ও দুর্নীতির মধ্যে সড়ক সংস্কারের কাজ চলছে। সড়ক সংস্কারে অতিনিম্ন মানের কার্পেটিং কাজ করা হচ্ছে। যা স্কুল পড়ুয়া শিশুরা সামান্য চেষ্টায় অনায়াসেই ওই কার্পেটিং হাত দিয়ে উঠিয়ে ফেলছে। সড়ক সংস্কারের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি নড়াইল জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
নড়াইলের প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে এলজিইডির সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নিয়ম না মেনে কার্পেটিং করায় অপরাধে বুধবার (১৫ মে) সকালে মেসার্স সৈয়দ আব্দুর রহমান নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। অপরদিকে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুর রহমান সব সময়ই কাজের তদারকি করেছেন বলে জানান। পাশাপাশি কাজের মানও সন্তোষজনক বলে তিনি উলে­খ করেন। এলাকাবাসী ওই কার্পেটিং তুলে নুতন কার্পেটিং করার দাবী করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (চ.দা.) এম এম আরাফাত হোসেন জানান, ‘অভিযোগ পেয়েছি। তাৎক্ষনিক ভাবে উপজেলা প্রকৌশলীকে কার্যকরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। সড়ক সংস্কারে ব্যবহৃত নিম্নমানের কার্পেটিং উঠিয়ে পুনরায় কার্পেটিং করে দেয়া হবে।’
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (অঃ দাঃ) অভিজিৎ মজুমদার জানান, ‘অফিসকে না জানিয়ে সাব-ঠিকাদার নিয়ম ভঙ্গ করেই কাজ শুরু করেছিল। অনিয়মের অভিযোগ পেয়ে কাজ বন্ধ করে দিয়েছি। যেটুকু কার্পেটিং করা হয়েছে তা সম্প‚র্ণ তুলে নতুন করে কার্পেটিং করা হচ্ছে।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here