নড়াইলে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু,মোট মৃতের সংখ্যা ১১

0
108
728×90 Banner

নড়াইল প্রতিনিধি : নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অফিস সহকারী (অব.) অজিত কুমার দাস (৬৫) করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন। শ্বাসকষ্টসহ তিনি জ্বরে ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রামের বাসা থেকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। ওইদিন রাতেই স্বাস্থ্যবিধি মেনে আউড়িয়া চারাবাড়ি শ্বশ্মানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
অপরদিকে, নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে সর্বোচ্চ ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ৩৮ জন এবং কালিয়া উপজেলায় ২জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত পুলিশ সুপার ও ১৩জন চিকিৎসকসহ মোট ৬২১জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০জন চিকিৎসকসহ ৩০২জন সুস্থ হয়েছেন ও ১১জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে ১৬জনকে হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তারা সুস্থ্য আছেন ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here