
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের হামিদপুর ইউনিয়নের ও এম এস এর চাল কালোবাজারে বিক্রি হওয়ার পর ক্রেতা সহ চারজনকে গ্রেফতার একশত পাঁচ বস্তা চাউল উদ্ধার। দিবাগত রাত দশটার দিকে নড়াইলের কালিয়া পৌরসভার ৯নং ওয়াডের সাবেক কাউন্সিলর মিকাইল সরদারের বাড়ি থেকে নড়াইলের কালিয়া থানার পুলিশ সঙ্গীয় ফোর্সসহ এ চাউল উদ্ধার করে। পুলিশ এ সময় নড়াইলের কালিয়া উপজেলার কুলসুর গ্রামের সাবেক কাউন্সিলর মিখাইল সরদার নড়াইলের মাধবপাশা গ্রামের আলিম মোলা, আরজ আলী, মীর হাসান শেখ চার জনকে আটক করে। আটককৃত চাউলের ডিলার নড়াইলের মাধবপাশা গ্রামের মোস্তফা কামাল বলে ক্রেতা পুলিশ ও সাংবাদিকদের নিকট জানিয়েছেন।
