Daily Gazipur Online

নড়াইলে চলন্ত গাড়ী থামিয়ে শিশু অপহরন, বাস ড্রাইভার আটক

উজ্জ্বল রায় নড়াইল থেকেঃ নড়াইলের কালিয়া উপজেলার ডুমুরীয়া গ্রামে আব্দুল্লাহ (৫) নামে শিশু অপহরনের স্বীকার হয়েছে। ঘটনায় প্রকাশ, শিশু আব্দুল্লাহ তার রাস্তার পাশে খেলা করছিল।
খুলনা থেকে ছেড়ে আসা বড়দিয়া অভিমুখী একটি বাস হঠাৎ থামিয়ে শিশু আব্দুল্লাকে তুলে নিয়ে যায়। অতঃপর অন্য শিশুরা আব্দুল্লাহর মা বাবাকে জানালে দ্রুত পদক্ষেপ নিয়ে বাসটি আটক করে আব্দুল্লাহকে উদ্ধার করে অভিযুক্ত বাসের ড্রাইভার তারিকুল কে আটক করে নড়াইলের নড়াগাতী থানা পুলিশে সোপর্দ করে। বাসের এক যাত্রী বলেন, ডুমুরীয়ার আগের স্টপেজ থেকে হেলপারের মাধ্যেমে অভিযুক্ত ড্রাইভার এক প্যাকেট চিপস কিনে রাখে এবং ঐ চিপসই বাচ্চাকে খেতে দেয় নিজের পাশে বসিয়ে। সাধারণ মানুষের ধারনা এর পিছনে কোন সংঘবদ্ধ চক্র কাজ করছে, যেটা সঠিক তদন্তে বেড়িয়ে আসবে।