
উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: জেলার পুরুরিয়া গ্রামে দুই ভাইয়ের মারামারি অবশেষে দলীয় কোন্দলে পরিণত হওয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে ১৫জন আহত হয়েছেন। এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অনেকে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে শনিবার রাত পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি। এলাকাবাসী জানান, নড়াইলের পুরুলিয়া গ্রামের সর্পরাজ শেখ ও তার ভাই সোহরাব শেখের মধ্যে পারিবারিক বিরোধে মারামারি হয়। এ মারামারিকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য লক্ষীপুর গ্রামের কোবাদ মোল্যার সমর্থকেরা পুরুলিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা জাকাতুর ফকিকের সমর্থক রুকু ফকিরের বাড়িতে অর্তকিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এর জের ধরে দুইপক্ষের লোকজন লাঠি, ঢাল-সড়কিসহ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কোবাদ মোল্যার সমর্থক সর্পরাজ শেখসহ (৪২) উভয়পক্ষের এলাহি, রবিউল, হুমাউন, লিটন, ভুট্টো, আকসির, পারভেজসহ অন্তত ১৫জন আহত হয়েছেন। এদিকে, সর্পরাজের ভাই সোহরাব শেখ কোনো পক্ষেই ছিলেন না। তবে গ্রাম্য মাতব্বর কোবাদ মোল্যা পারিবারিক বিষয়কে ইস্যুকে করে কায়দা লুটার জন্য জাকাতুর সমর্থকদের ওপর এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। নড়াইলের কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। এ পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।
