নড়াইলে দুর্নীতি,সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সভা: সামাজিকভাবে ইয়াবা ব্যবসায়ীদের বয়কট করতে হবে

0
185
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে দুর্নীতি বিরোধী সন্ত্রাস ও মাদক-জঙ্গি, সভা শনিবার (৬এপ্রিল) সকাল সাড়ে টায় থানার সামনে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),। সভাপতির বক্তব্যে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), বলেন, এই সুন্দর নড়াইলকে যারা বদনাম করেছে তাদের উপর আল­াহর গজব পড়ুক। আমরা সবাই মিলে চেষ্টা করলে নড়াইলে থেকে ইয়াবা নির্ম‚ল সম্ভব হবে। আমার একার পক্ষে সম্ভব নয় আমরা সবাই মিলে নড়াইলের পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে ও ইউনিয়নে দুর্নীতি বিরোধী সন্ত্রাস ও মাদক-জঙ্গি, প্রতিরোধ কমিটি গঠন করে ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ইয়াবা ছেড়ে সুন্দর পথে চলে আসুন,প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি যারা ইয়াবা কারবারী আতœসমর্পণ ব্যাপারে বিভিন্ন উদ্যৌগ গ্রহণ করেছে। ইয়াবা ব্যবসা ছেড়ে আপনারা ভাল হয়ে যান। আলোর পথে আসুন,আইনের কাছে আতœসমর্পণ করুন। এ সময় উপস্থিত ছিলেন, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (সদর) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল). নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান, ডিআইও-১ এস এম ইকবাল হোসেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here