নড়াইলে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক

0
181
728×90 Banner

নড়াইল প্রতিনিধি : বিয়ের প্রলোভন দেখিয়ে নড়াইলের কালিয়ায় এক স্কুলছাত্রীকে মাসের পর মাস ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। কালিয়া থানা পুলিশ ধর্ষক শের আলী বিশ্বাস (৩৫) নামে এক প্রবাসীকে বৃহস্পতিবার (১৬জুলাই) বিকালে তার উপজেলার মির্জাপুর গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের মাসুম বিশ্বাসের ছেলে। এঘটনায় বৃহস্পতিবার রাতে কালিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে
পুলিশ ও স্থানীয়রা জানায়, সৌদি প্রবাসী শের আলী প্রায় ৫-৬ মাস আগে সৌদিআরব থেকে দেশে ফিরে আসার পর তার প্রতিবেশী উপজেলার পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ুয়া দরিদ্র পরিবারের ওই মেয়েটির দিকে তার ললুপ দৃষ্টি পড়ে। সে ওই পরিবারকে নানা ভাবে সহযোগিতা করতে থাকে। সৌদি প্রবাসী শের আলী কোমলমতি ওই ছাত্রীর সঙ্গে প্রেমের অভিনয় শুরু করে। এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভনে রাজি করিয়ে তাকে গত প্রায় ২-৩ মাস যাবত ধর্ষণ করে আসছিল। বৃহস্পতিবার ওই ছাত্রীর পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে কালিয়া থানা পুলিশকে জানালে পুলিশ ওই লম্পটকে গ্রেফতার করে।
এ বিষয় কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘লম্পট শের আলীকে ধর্ষণের দায়ে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার ধর্ষক শের আলীকে নড়াইল আদালতে ও ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here