নড়াইলে বুলুবুলের আঘাত

0
219
728×90 Banner

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইলের জনপদে প্রবল ঘূর্ণিঝড় বুলুবুলের আঘা’তে বি’ধ্বস্ত হয়েছে। প্রবল বেগে বয়ে যাওয়া ওই ঝড়ে জেলার পূর্বাঞ্চলের কয়েকটি ইউনিয়নের গ্রাম গুলোর অসংখ্য গাছপালা ও বহু কাঁচা ঘরবাড়ি বি’ধ্বস্ত হওয়াসহ সদ্য রপনকৃত প্রায় ৭-৮হাজার একর জমির রবি ফসল সম্প‚র্ণই বিন’ষ্ট হয়েছে বলে জানাগেছে। স্থানীয়রা জানান, ওইদিন ঘ‚র্নিঝড় বুলবুল জেলার, নড়াইলের কালিয়া পৌরসভা, সালামাবাদ, কলাবাড়িয়া, বাঐসোনা,পহরডাঙ্গা, জয়নগর ও খাশিয়ালসহ আশপাশের ইউনিয়ন গুলোতে আঘা’ত হানে। প্রায় ঘন্টা ব্যাপি স্থায়ী ঝড়ের ক্ষ’য়ক্ষ’তির পরিমাণ তাৎক্ষনিক ভাবে জানা যায়নি। তবে উপজেলা জুড়ে বিদ্যুতের লাইন ব্যাপক ক্ষ’তিগ্রস্থ হওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। নড়াইলের কালিয়ার ইউএনও মোঃ নাজমুল হুদা বলেন, ‘প্রাথমিকভাবে ক্ষ’য়-ক্ষ’তির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে স্ব-স্ব ইউপির চেয়ারম্যানরা ক্ষ’য়-ক্ষ’তির পরিমান নিরূপণের জন্য কাজ করছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here