পঞ্চগড়ে বাঘের হামলায় গরু হারালেন কৃষক

0
171
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চলে বেশ কিছুদিন ধরে বাঘের উৎপাত দেখা দিয়েছে। এর মধ্যে এক কৃষক ও গরুর ওপর হামলা চালিয়েছে বাঘ। ওই কৃষক পালিয়ে বাঁচলেও গরুটিকে হত্যা করে বাঘ।
বুধবার পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মুহুরীজোত গ্রামের দক্ষিণে পরিত্যক্ত একটি চা বাগানে বাঘের আক্রমণের শিকার হন ওই কৃষক।
কাওছার আলী (২২) নামে ওই কৃষক বাঘের হামলায় কোনোমতে পালিয়ে গেলেও সঙ্গে থাকা প্রায় ৩৫ হাজার টাকা দামের গরুটি নিয়ে যায় বাঘ।
বাঘের হামলার শিকার কাওছার আলী পার্শ্ববর্তী গ্রাম উষা পাড়ার আব্দুল কালামের ছেলে। তিনি গণমাধ্যমকে বলেন, আমাদের গ্রামটি সীমান্তবর্তী ও এলাকাজুড়ে ঘন বন-জঙ্গল থাকায় সহজেই ভারতীয় বাঘ চলে আসে।
বুধবার সন্ধ্যায় আমার গরুটিকে মাঠ থেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ বাঘটি জঙ্গল থেকে বের হয়ে গরুর ওপর হামলা চালায়। আমি কোনোমতে সেখান থেকে পালিয়ে স্থানীয় লোকজনকে ডাকি। পরে স্থানীয়দের নিয়ে গরুটি উদ্ধারের চেষ্টা করেন কিন্তু এর আগেই বাঘের আক্রমণে গরুটি মারা যায়।
বাঘের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন সামাজিক বন বিভাগের কর্মী, পঞ্চগড় সদর থানা পুলিশ, স্থানীয় সমাজসেবক জনপ্রতিনিধি ও আশপাশের গ্রামবাসী। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় বাঘটির সন্ধান পাওয়া যায়নি।
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ বৃহস্পতিবার দিনাজপুর বন বিভাগ থেকে বাঘ শিকারি আনার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here