পরলোকে ভালো থেকো আমার প্রিয় মামা

0
139
728×90 Banner

হাফিজুল ইসলাম লস্কর: আমার প্রিয় মামা “মহান আল্লাহ রাব্বুল আলামীনের” ডাকে ইহলোকের মায়া ছেড়ে আখিরাত গন্তব্যের দিকে এক ধাপ এগিয়ে গেলেন। গত সোমবার (১৩ জুলাই) রাত ১২ ঘটিকার সময় আমার প্রিয় মামা ছালেহ আহমদ ইন্তেকার করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ( إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎)। এবং মঙ্গলবার (১৪ জুলাই) বাদ জোহর গোবিন্দ্রশ্রী জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে পাঞ্চায়েতী কবরস্থানে তাকে দাফন করা হয়।
সদা হাস্যউজ্জল প্রানবন্ত আমার মামা অনেকটা নিরবে নিভৃতে চলে গেলেন আমাদের ছেড়ে। মামা আমার বাবার খুব প্রিয় এক সহচর ছিলেন। ছিলেন একনিষ্ট সমর্থক। আমার বাবার সাথে ছিলো তাহার অন্তরের ভাব। বাবার ইন্তেকালের এক বছর অতিবাহিত হতে না হতেই
চলে গেলেন মামা। মামার চলে যাওয়া আমাদের মনে এক গভীর শুন্যতা তৈরী করেছে। যা কোন লেখনির মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। শুধু আল্লাহর কাছে প্রার্থনা করি যেন , আল্লাহ আমার মামাকে ভালো রেখো। এবং আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করো।
বস্তুবাদী পৃথিবী মৃত্যুকে সবসময় ভুলিয়ে রাখতে চায়। মৃত্যুর ভাবনাটাকে তারা আসতেই দিতে চায় না। ভাবনা মনে না থাকলেও মৃত্যু ঠিকই আসবে। এরপর.. অবশেষে… সব স্বপ্ন ভেঙে, সব মায়া ত্যাগ করে, একদিন হঠাৎ করেই চলে যেতে হবে পৃথিবী ছেড়ে… হয়ত অপ্রস্তুতভাবেই…
আল্লাহ রাব্বুল আলামীন আমার মামার কবরের আযাব মাফ করে দিন, তাহার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। মামাকে জান্নাতে ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন (আমিন)। আর আমাদের সকলকে মৃত্যুর ভাবনা সর্বদা মনে লালন করে সচেতন হয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সহজ সরল জীবন যাপন করার তাওফীক দান করুন। (আমীন)।
লেখক,
হাফিজুল ইসলাম লস্কর
স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।
স্থায়ী সদস্যঃ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব,
সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা।
সম্পাদকঃ সাপ্তাহিক ইউনানী কন্ঠ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here