Daily Gazipur Online

পাঁচবিবিতে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবসে র‌্যালী ও আলোচনা সভা

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি: “ বহু ভাষার স্বাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোববার সকাল ১০টায় জয়পুরহাটের পাঁচবিবিতে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী অফিসার রাজিবুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোরতাজ গ্রাম উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক শাহিন চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।,