Daily Gazipur Online

পাঁচবিবিতে গর্ভধারণী মাকে মারধরের অভিযোগ

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামে স্ত্রীর কথায় ক্ষেপে গিয়ে নিজের গর্ভধারণী মাকে মারধর করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
গতকাল (১০ জুন) বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত জাহিদুল ঐ গ্রামের মৃত নিয়ামত আলীর পুত্র বলে জানা গেছে।
প্রতিবেশীরা জানান, জাহিদুল প্রায়ই তার স্ত্রীর কান কথায় অসহায় মাকে মারধর করে। বুধবার সন্ধ্যায় আবারো স্ত্রীর কথা শুনে মায়ের উপর চড়াও হয় । সে মাকে কিল-ঘুষিসহ ধাক্কা দিতে দিতে রাস্তায় ফেলে দেয়। আহত অবস্থায় মসজিদের পাশে রাস্তায় পড়ে ছিলেন জাহিদুলের অসহায় মা। পরে এলাকাবাসী রাস্তা থেকে অসহায় মাকে উদ্ধার করে প্রার্থমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এবিষয়ে বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক জানান, জাহিদুল তার মাকে মারধর করেছে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান জানায়, ‘বিষয়টি আমি জেনেছি। জাহিদুলকে আটকের ব্যবস্থা নেওয়া হচ্ছে।