
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে কোরবানি ঈদ উপলক্ষে ভেটেরিনারি মেডিকেল টিম বিনা মূল্যে সেবা প্রদান কার্যক্রম শুরু করেন। উপজেলা প্রাণি সম্পদ অফিস পাঁচবিবির আয়োজনে আজ মঙ্গলবার উত্তরবঙ্গের বৃহৎ পাঁচবিবি গো-হাটে গরু ছাগলের জীবানু প্রতিরোধে তারা ভিরকন এস নামক ওষুধ স্প্রে করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবদুল হাকিম, ভেটেরিনারি সার্জন হাসান আলী,বালিঘাটা ইউনিয়নের এআই টেকনিশিয়ান নাজিউল হক,হাট মালিক হারুনুর রশিদ, স্বেচ্ছা সেবক মনোয়ার হোসেন প্রমুখ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল হাকিম বলেন , কোরবানি হাটে সেবা প্রদানে এই টিম কাজ করে যাবে। দূর-দূরান্ত থেকে আশা পশু অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান, গাভীর পেটে বাচ্চা আছে কি-না তা পরীক্ষা করা।এছাড়া গরুকে হরমোন জনিত খাবার খাইয়ে মোটাতাজা করন যা মানব দেহের জন্য ক্ষতিকর এরকম সন্দেহ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
