
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ প্রসাশন কেন আমার ছেলে হত্যার আসামী পলাশ ও রাজু কে ধরছেনা,কত টাকা পেয়েছে?
পাঁচবিবিতে ছাত্রলীগ নেতা রনিকে হত্যার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে কথা গুলি বলেন গত বুধবার রাতে পাঁচবিবি রেলস্টেশন এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত রনির মা।
আজ শুক্রবার বিকেলে ছাত্রলীগ নেতা রনি হত্যা ও হত্যকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল বেড় করা হয়। সচেতন নাগরিক সমাজ পাঁচবিবি ব্যনারে বিক্ষোভ মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বারোয়ারী চত্বরে এসে সমেবেত হয়ে বক্তারা তাদের বক্তব্যে বলেন পাঁচবিবিতে এ রকম খুনের রাজনীতি আগে কখনও হয়নি। এখন তা হচ্ছে। এটিকে সবাই মিলে প্রতিহত করতে হবে। নিহত রনির মা বাবা বলেন, রনি আমাদের একমাত্র সন্তান। কি দোষ করেছিল? আমাদের বললেই এটি সুরাহা করে দিতে পারতাম। কত টাকার দরকার ছিল বললে আমরাই দিতাম। কেন তাকে হত্যা করা হলো, রনির মা বাবা আরো বলেন, রনি হত্যাকারীরা প্রকাশ্যে গাড়ি চরে ঘুরে বেরাচ্ছে কেন? প্রসাশন তাদের গ্রেফতার করছেনা। কত টাকা খেয়েছে। অবিলম্বে রনি হত্যাকারীদের গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষনা দেন বক্তারা।
