
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ আজ বৃহস্প্রতিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কাল বৈশাখী ঝড়ে ৪৩৫টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। তিনি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং তাদের খোজ-খবর নেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোলেয়মান আলী, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মুনিররুল শহীদ মুন্না,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধূরী বিপ্লব, জেলা পরিষদ সদস্য মানিক আকন্দ, মহিলা সদস্য রেবেকা সুলতানা প্রমূখ।
উল্লেখ্য গত মঙ্গলবার বিকেলে হঠাৎ কাল বৈশাখী ঝড় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের বাগুয়ান, পাড়ইল, বালিঘাটা ইউনিয়নের নওদা, সরদারপাড়া ও পৌরসভার দানেজপুর এলাকার উপর দিয়ে বয়ে যাওয়ায় শতাধিক বাড়ী ঘর চুরমার হয়ে যায়।
