Daily Gazipur Online

পাঁচবিবিতে ধান ক্রয় উদ্বোধন

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের লক্ষে আজ মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বোরো ধান ক্রয় উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না ।
পাঁচবিবি উপজেলা খাদ্য গুদামে উপজেলার আটাপাড়া গ্রামের কৃষক নূর আলম সিদ্দিকী মুকুলের এক হাজার কেজি বোরো ধান গ্রহনের মাধ্যমে ধান ক্রয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রশিদ মিয়া, পাঁচবিবি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম কাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন ও রাজিনারা আক্তার টুনি প্রমুখ। এবার অত্র উপজেলায় ৫২৭ মেঃটন বোরো ধান ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।