Daily Gazipur Online

পাঁচবিবিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাটারী চালিত অটো শ্রমিক ও ভ্যান শ্রমিকদের অংশ গ্রহনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বৈকাল ৪টায় ধরঞ্জী হাইস্কুল ফুটবল মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। বিপুল দর্শক সমাগমে অনুষ্ঠিত ম্যাচে বাটারী চালিত অটো শ্রমিকদের ১-০ গোলে পরাজিত করে ভ্যান শ্রমিকরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। পরে বিজয়ী দলের মাঝে পুরুস্কার বিতরণ করেন পাঁচবিবি উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল। এসময় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউপি সদস্য মমতাজ উদ্দিন, শাহাবুল আলম প্রমূখ।