Daily Gazipur Online

পাঁচবিবিতে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি: পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ এ্যাডভোকেট সামছুল আলম দুদু। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান, আয়মা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বেনু, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ সিরাজুল ইসলাম, এনজিও সমন্ময় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল আলম চৌধুরী বিপ্লব প্রমুখ। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছ বিতরণ করা হয়।