পাঁচবিবিতে বৈদ্যূতিক শর্ট সার্কিটে আগুন, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

0
260
728×90 Banner

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ২৩ সেপ্টেম্বর-২০১৯ইং জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পাড়ইল গ্রামে মোতাহার আলীর বাড়ীতে রবিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১টায় বৈদ্যূতিক শর্ট সার্কিটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য মোনোয়ার হোসেন জানায়, ঐ রাতে বাড়ীর সকলেই ঘুমে ছিল। হঠাৎ ঐ বাড়ীতে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখে এলাকাবাসী টের পেয়ে চিৎকার করলে বাড়ীর লোকজন কোনমতে বের হয়ে আসে। পরে মসজিদের মাইকে আগুন লাগার ঘোষনা দিলে আশে পাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্র করার চেষ্টা করে ব্যার্থ হয়। পরে ফায়ার সার্ভিসে ফোন দিলে তাৎক্ষানিক পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রন আনেন। আগুন নিয়ন্ত্রনের আগেই ৪টি গরু, ১টি ছাগল, ৪০টি হাঁস, ২টি সাইকেল, ১টি ভ্যান গাড়ী, ধান মাড়াই মেশিন, ১টি ইঞ্জিন চালিত শ্যালো মেশিন ও বাড়ীর আসবাব পত্রসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে তারা জানান। পাঁচবিবি ফায়ার সার্ভিসের ডিউটিরত ফ্যায়ারম্যান আলামিন হোসেন, জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যূতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তারা ধারনা করছেন। ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here