
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সালুয়া গ্রামের ভবেশ আলীর বাড়ীতে আজ রবিবার সন্ধ্যা পৌনে ৭টায় বৈদ্যূতিক শর্ট সার্কিটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় ভবেশের বাড়ীর চত্ত¦রের ৩টি শোবার ঘর ও গোয়াল ঘরে আগুন লেগে পুড়ে ছায় যায়। এতে বাড়ীতে রাখা নগদ ৫৫ হাজার টাকাসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য ফারায়েজ হোসেন মন্ডল জানায়, সন্ধ্যায় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন লাগলে বাড়ীর লোকজন চিৎকার দিতে থাকে। ফায়ার সার্ভিসে ফোন দিলে পাঁচবিবি ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাক দল আসার পূবেই আশে পাশের লোকজন ছুটে এসে আগুন নিভান। আগুনে নগদ টাকা, ধান, পাট ও আসবাবপত্র সহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাঁচবিবি ফায়ার সার্ভিসের ফ্যায়ারম্যান নয়ন হোসেন, জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যূতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তারা ধারনা করছেন।
