
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে জিহাদ (১৫) নামে এক হোটেল শ্রমিকের শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বত্তরা। বুধবার ভোরে উপজেলার চাঁনপাড়া এলাকার একটি আলুর ক্ষেতের পাশ থেকে এই মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত হোটেল শ্রমিক একই উপজেলার ফিসকারঘাট গ্রামের মজনু মিয়ার ছেলে।
নিহত জিহাদের মামা রশিদুল ইসলাম জানান, চাঁনপাড়া বাজারে আবুল কালামের হোটেলে কাজ করত তার ভাগ্নে। ৩ দিন আগে তার মা এসে জিহাদকে বাড়ি নিয়ে যায়। মঙ্গলবার বন্ধুর বাড়িতে বেড়াতে আসার কথা বলে বাড়ি থেকে বেড় হয়ে আর বাড়ি ফিরেনি জিহাদ।
বুধবার ভোরে জানতে পারি চাঁনপাড়া এলাকর একটি আলুর ক্ষেতের পাশে থেকে আমার ভাগ্নের মরদেহ পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানায়, বুধবার ভোরে এলাকার কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় আলু ক্ষেতের পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
