Daily Gazipur Online

পাঁচবিবির কয়া সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্তে বিপুল পরিমান ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে ২০ বিজিবি ব্যাটালিয়ন কয়া ক্যাম্পের সদস্যরা।
২০ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর আবু নঈম খন্দকারের প্রেস নোটিশে জানায়, গতকাল বৃহস্প্রতিবার গভার রাতে একদল মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ফেন্সিডিল দেশের অভ্যন্তরে পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কয়া ক্যাম্পের সুবেদার শফিউর রাহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ভুইডোবা মাঠে অভিযান চালিয়ে ১ হাজার ৬২ পিচ ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ২৫ হাজার টাকা।