
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি পরিষদের দায়িত্ব ভার গ্রহন করেছেন।
আজ মঙ্গলাবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ হলরুমে দায়িত্ব হস্তন্তর অনুষ্ঠানে উপজেলা পরিষদের নির্বাহী অফিসার রাজিবুল আলম উপস্থিত থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়াম্যানদেরকে দায়িত্ব ভার বুঝিয়ে দেন।
এ সময় উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতুন নাহার, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ বজলার রহমান, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুুরুজ্জামান চৌধুরী বিপ্লব, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, মোহাম্মপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবু হাজি প্রমুখ সহ আওয়ামীলীগ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মরা উপস্থিত ছিলেন।
