
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় উম্মে হানি (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উম্মে হানি পাঁচবিবি উপজেলার পাড়ইল এলাকার ফরহাদ হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে কোকতাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
