পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগুন

0
188
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সে সময় ইমরান খান ভবনের ভেতরেই অবস্থান করছিলেন। তবে ফায়ার সার্ভিসের ত্বরিত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, কার্যালয়ের তৃতীয়তলায় একটি বাথরুম থেকে আগুনের উৎপত্তি। দফতরের মুখপাত্র বলেন, একটি শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। তবে অফিসে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা থাকায় এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রæতই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। দফতরের সবাই সুস্থ আছেন। অগ্নিকান্ডের সময় সবাইকে সরিয়ে নেওয়া হয়। এ সময় ভবনের ভেতরেই একটি বৈঠকে ছিলেন ইমরান। কয়েকটি সূত্র জানায়, আগুনের খবর পাওয়ার পরও বৈঠক চালিয়ে যাচ্ছিলেন তিনি। তিনি বলেন, প্রথমে তার কর্মীরা বের হবেন। সবার শেষে নিজে ভবন ত্যাগ করবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here