অসীম কুমার দাস (নওগাঁ প্রতিনিধি) : নওগাঁর মান্দায় মোঃ আপন (২৬) নামে মানষিক ভারসাম্যহীন এক যুবক ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ আপন উপজেলার গনেশপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত আবদুল আলিমের ছেলে। এ ঘটনায় মান্দা থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।
নিখোঁজ আপনের মা রাবেয়া বেওয়া জানান, ‘ আমি হতদরিদ্র অসহায় নারী। আমার একমাত্র ছেলে আপন মানষিক ভারসাম্যহীন। সে নিজের ইচ্ছায় চলাফেরা করে। প্রতিদিন সকালের দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। সারাদিন বিভিন্ন এলাকায় ঘুরে সন্ধ্যার দিকে আবার বাড়ি ফিরে আসে।’
তিনি আরও বলেন, ‘আপন প্রতিদিনের ন্যায় গত ১০ জুন সকাল ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে সে নিরুদ্দেশ রয়েছে। সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।’
বাঙ্গালপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, ‘রাবেয়া বেওয়ার পরিবারটি চরম অসহায়। রাবেয়া অন্যের বাড়িতে ঝি এর কাজ করে সংসার চালান। ছেলেটি ছিল তার একমাত্র সম্বল। কিন্তু গত ২৫ দিন ধরে তার হদিস নেই।’
এ ঘটনায় মা রাবেয়া বেওয়া গত বৃহস্পতিবার মান্দা থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। কেউ ছেলেটির সন্ধান পেলে ০১৭৩৯-৭০৪৫৮২ নম্বর মোবাইলফোনে জানানো অনুরোধ জানিয়েছেন তিনি।